একটি জাতির উন্নতি, অগ্রগতি ও সমৃদ্ধি নির্ভর করে শিক্ষার উপর। কারণ, শিক্ষা মানুষের যোগ্যতা ও দক্ষতা
অর্জনে সহায়তা করে। জ্ঞানের রুদ্ধ দুয়ার খুলতে শিক্ষার কোন বিকল্প নেই । আত্মিক শিক্ষা ও
প্রাতিষ্ঠানিক শিক্ষার সমন্বয় সাধন হলেই শিক্ষা পায় পূর্ণতা । আর এ দুইয়ের সফল বাস্তবায়নে, যুগোপযোগী
ও মানসম্মত শিক্ষাদানে এ বিদ্যাপীঠ দৃঢ়তার সাথে এগিয়ে চলছে।
বর্তমান প্রতিযোগিতামূলক শিক্ষা ব্যবস্থায় অভিভাবকগণ তাদের সন্তানদের মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানে
ভর্তি নিশ্চিতকরণের ব্যাপারে চিন্তিত ও উদ্বিগ্ন। শিক্ষার্থীদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে
প্রয়োজন সর্বাধুনিক মানসম্মত একটি নির্ভরশীল শিক্ষা প্রতিষ্ঠান । অতীতের ধারাবাহিক সাফল্যমণ্ডিত
প্রতিষ্ঠান হিসেবে আমরা শিক্ষার্থী ও অভিভাবকদের আশ্বস্ত করতে পারি যে, আমরা গুণগত মানের দিক থেকে
এগিয়ে আছি। সমসাময়িক শিক্ষানীতি অনুসারে পাঠ্যক্রমে যুগোপযোগী পদ্ধতির সঠিক প্রয়োগ এবং তথ্য
প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারে আমরা অনন্য দৃষ্টান্ত স্থাপনকরণে সচেষ্ট।
আমাদের প্রতিষ্ঠানে প্লে-গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত অধ্যয়নের সুযোগ রয়েছে মেধাবী,
প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞ শিক্ষকমÐলী ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে দক্ষতার সাথে পাঠদান করে থাকেন।
তাদের সার্বক্ষণিক তত্ত¡াবধানে শিক্ষার্থীরা গড়ে উঠবে বিজ্ঞানমনস্ক, সৃজনশীল ও আদর্শ মানুষ হিসেবে-
এ আমাদের ব্রত। তছাড়া স্বল্প মেধাসম্পন্ন শিক্ষার্থীদেরকে শারীরিক, মানসিক ও সাংস্কৃতিকভাবে অগ্রসর
নাগরিক হিসেবে গড়ে তোলা হয়। শিক্ষার্থীদের আধুনিক প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত নাগরিক হিসেবে গড়ে
তোলাই শুধু আমাদের উদ্দেশ্য নয়, আদর্শ চরিত্রবান ও মানবিক গুণসম্পন্ন, সংস্কৃতিমনা ও দেশপ্রেমে
উজ্জীবিত একজন মানুষ হিসেবে গড়ে তোলাও আমাদের নৈতিক দায়িত্ব।
প্রিয় শিক্ষার্থীরা, শিক্ষাগ্রহণের জন্য এসো, প্রকৃত মানুষ হয়ে তোমরা বেরিয়ে পড়ো দিক-দিগন্তে। তোমাদের
সাফল্যে গর্বিত হোক পরিবার, সমাজ ও স্বদেশ- এ আমাদের প্রত্যাশা ।
মোঃ আব্দুর রাজ্জাক বিপিএম, পিপিএম, সেবা
সভাপতি আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল এন্ড কলেজ , ঢাকা ও অতিরিক্ত ডিআইজি (এয়ারপোর্টস) এপিবিএন হেডকোয়ার্টার্স বাংলাদেশ পুলিশ, উত্তরা, ঢাকা
আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল এন্ড কলেজ