অধ্যক্ষের বাণী
আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজ বাংলাদেশ পুলিশ বাহিনীর এপিবিএন হেডকোয়ার্টার্স ঢাকা’র সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত একটি বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান। বিশ শতকের শেষের দিকে (১৯৯৬) যাত্রা শুরু করে প্রায় তিন দশক কাল অতিক্রম করে প্রতিষ্ঠানটি একটি মর্যাদা সম্পন্ন জায়গায় উপনীত হয়েছে এবং দেশ ও জাতির জন্য যোগ্য ও দক্ষ মানবসম্পদ বিনির্মাণের অঙ্গীকার নিয়ে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটিকে বর্তমান অবস্থায় নিয়ে আশার জন্য যে সকল কীর্তিমান প্রধান পৃষ্ঠপোষক ও সভাপতি মহোদয়গণ নিরলস শ্রম, আন্তরিকতা ও প্রজ্ঞা দিয়ে সযত্ন লালন করেছেন তাদেরকে আমি অভিনন্দন ও অন্তর্ময় কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ জানাই বর্তমান পরিচালনা পর্ষদ ও পূর্বতন প্রধান শিক্ষক, অধ্যক্ষ , অনুষদ সদস্যগণকে, যাদের অকৃত্রিম ত্যাগ প্রতিষ্ঠানকে আলোকিত করেছে।
সাম্প্রতিক অতীতে এ প্রতিষ্ঠানের নবতর যাত্রা সূচিত হয়েছে। পুরাতন সেমিপাকা বিদ্যালয় ভবন ছেড়ে এখন আধুনিক স্থাপত্যমন্ডিত সাততলা বিশিষ্ট একটি নান্দনিক ভবনে স্থানান্তরিত হয়েছে যা ১২ তলায় উন্নীত হবার প্রক্রিয়া চলমান। একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হবার জন্য যে ভৌত অবকাঠামো প্রয়োজন তা নিশ্চিত করা হয়েছে। বর্তমান সভাপতি মহোদয়ের দিক নির্দেশনায় চলছে বিজ্ঞান বিষয়ক ব্যবহারিক ক্লাস সমৃদ্ধকরণ । নতুনভাবে তৈরি হচ্ছে আইসিটি ল্যাব, লাইব্রেরি ও কনফারেন্স কক্ষ। প্রতিষ্ঠান চত্বরে বসানো হয়েছে প্যাভমেন্ট টাইলস । নির্মিত হতে চলছে দৃষ্টিনন্দন প্রধান ফটক। বিদ্যমান শিক্ষকগণের জন্য নিশ্চিত করা হয়েছে প্রয়োজনীয় প্রশিক্ষণ । সর্বশেষ এসএসসি ও এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থীরা অর্জন করেছে সাফল্য । শতভাগ পাসসহ শতকরা ৪২ ভাগ শিক্ষার্থী অর্জন করেছে জিপিএ ৫.০০। প্রতিষ্ঠানের এই নবযাত্রাকে আমরা বিবেচনা করি অভিযাত্রা হিসেবে, যে যাত্রার চূড়ান্ত গন্তব্য বাংলাদেশের শিক্ষাবিস্তার ও সুনাগরিক তৈরিতে এ প্রতিষ্ঠান হবে অদ্বিতীয়।
সময়ের বিবর্তনে এবং বিজ্ঞান প্রযুক্তির প্রভূত উন্নয়নের বর্তমান সময়ে শিক্ষাদান ও গ্রহণ পদ্ধতিতে এসেছে আমূল পরিবর্তন। সেই পরিবর্তনে সময়োপযোগী সিদ্ধান্ত ও পদক্ষেপ নিয়েই আমরা অগ্রসর হচ্ছি সম্মুখপানে। উচ্চশিক্ষা গ্রহণের প্রাক্কালে ক্যারিয়ার গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষাকাল। এই সময়ে কৃতিত্বপূর্ণ ভালো ফলাফল অর্জনকে আমরা এক নম্বর অগ্রাধিকার বিবেচনা করি। তবে শুধু পুথিগত বিদ্যায় সার্টিফিকেট সর্বস্ব তথাকথিত মেধাবী প্রজন্ম তৈরি আমাদের উদ্দেশ্য নয়। আমরা চাই শিক্ষার্থীরা হবে চৌকস ও ধীসম্পন্ন নাগরিক; যাদের হাতে ন্যস্ত হবে আগামীর বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশ নির্মাণে আমরা সচেষ্ট ও সুশৃঙ্খল সুনাগরিক নির্মাণের জন্য। সময়ের চ্যালেঞ্জ ও স্বপ্নকে ধারণ করে নেতৃত্বগুণে স্বদেশকে যারা বিশ্বের বুকে সগৌরবে প্রতিষ্ঠিত করতে পারবে এমন মানবসম্পদ তৈরিই আমাদের প্রত্যয়। তাই অ্যাকাডেমিক সাফল্যের পাশাপাশি আমরা শিল্পসাহিত্য চর্চা,খেলাধুলা,বির্তক, বিএনিসিসি, স্কাউট,বিজ্ঞান ক্লাব, ফটোগ্রাফি ক্লাব ও ল্যাঙ্গুয়েজ ক্লাবের মতো কার্যক্রমকে সদা-সক্রিয় রেখেছি দক্ষ ও যোগ্য নাগরিক নির্মাণের দাবি থেকেই। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অসংখ্য প্রাণ ও সম্ভ্রমের বিনিময়ে অর্জিত আমাদের মাতৃভূমি। দেশটিকে সাজাতে হবে মনের মতো করে। তাই মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনা হোক আমাদের শক্তিসঞ্চয়ের আধার । সোনালি প্রজন্মের হাতেই নির্মাণ হবে প্রকৃত সোনার বাংলা। আশা করি আমাদের অভিযাত্রায় সহযাত্রী হিসেবে পাবো ছাত্র-শিক্ষক,অভিভাবকসহ সকলকে।
জয় বাংলা
বাংলাদেশ চিরজীবী হোক
ড. মোহাম্মদ আবুল হোসন
অধ্যক্ষ
আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল এন্ড কলেজ